
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী অনাবিল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৯টা ২৭ মিনিটের দিকে বাসে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভাতে দুইটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।
রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার পর এসব বাসে আগুন দেওয়া হয়।
ডিআই/এসকে