1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
যশোরে বেয়াই হত্যা: বেয়াইন অভিযুক্ত,অন্য ৬ আসামিকে অব্যাহতি চেয়ে চার্জশিট | সকালের খবর ২৪
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা-র‍্যালী অনুষ্ঠিত ‘পাসপোর্ট ভেরিফিকেশন আটকে যাবে’—এনএসআই পরিচয়ে তুর্কি নাগরিককে হুমকি, অতঃপর রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার জরুরী-মহসিন রশীদ শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যাঃ উপ- আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করলেন ভিসি- ড.এবিএম ওবায়দুল ইসলাম ‎পাঁচবিবিতে বাগজানায় ধানের শীষে ভোট চাইলেন এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে তরাণ্বিত করতে হবে- সামসুদ্দিন মিয়া ঝুনু জেলা প্রেস পটুয়াখালী’র নির্বাচনে মশিউর রহমান সভাপতি,সাঃ সম্পাদক রিয়াজুর রহমান নির্বাচিত শ্রীনগরে উপজেলা মহিলাদলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছার উপহার বিতরণ আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কয়রায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

যশোরে বেয়াই হত্যা: বেয়াইন অভিযুক্ত,অন্য ৬ আসামিকে অব্যাহতি চেয়ে চার্জশিট

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে আলোচিত বেয়াই সিরাজুল ইসলাম কুটি হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্ত শেষে মামলার প্রধান আসামি হিসেবে নিহতের বেয়াইন মাসুরা বেগমকে অভিযুক্ত করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত অপর ছয় আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল-আমিন এই চার্জশিট দাখিল করেন।চার্জশিটে অভিযুক্ত একমাত্র আসামি হলেন বাহাদুরপুর গ্রামের মৃত মোকাম খানের মেয়ে মাসুরা বেগম। তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় অব্যাহতি পাওয়া ছয়জন হলেন মাসুরার মেয়ে মনিকা খাতুন, জামাই রেজাউল ইসলাম রেজা, বোন রোজিনা বেগম খুশি, বোনাই মনিরুল ইসলাম, আরেক মেয়ে সুমাইয়া ইসলাম ও আকাশ।

নিহত সিরাজুল ইসলাম কুটির ভাই ও মামলার বাদী মফিজুল ইসলাম ইমনের অভিযোগ থেকে জানা যায়, আসামি মাসুরা বেগম হাসি তার জামাই মেহেদী হাসানকে বিদেশে পাঠানোর কথা বলে সিরাজুল কুটির কাছ থেকে ১২ লাখ টাকা নেন। তাদের মধ্যে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছিল। কিন্তু মেহেদীকে বিদেশে পাঠাতে মাসুরা বেগম নানা টালবাহানা শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

গত ২৯ মার্চ সকালে পাসপোর্ট ও বাকি তিন লাখ টাকা নিয়ে সিরাজুল ইসলাম কুটি ও তার ভাই মফিজুল ইসলাম ইমনের সাথে মাসুরার বাড়িতে দেখা করতে যান। সেখানে টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুরা বেগম ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করেন। অভিযোগ অনুযায়ী, এসময় তারা সিরাজুলকে ছুরিকাঘাত করে, লোহার রড দিয়ে পিটিয়ে, চোখ উপড়ে ফেলে এবং অণ্ডকোষ চেপে ধরে হত্যা করেন।তদন্ত কর্মকর্তা এসআই আল-আমিন জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ৭ জনকে আসামি করা হলেও, তদন্তে কেবল মাসুরা বেগমেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। অন্য ছয় আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD