

এইচ এম শহিদুল ইসলাম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালী সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপ সহকারী কৃষি কর্মকর্তা আলী আশ্রাফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম।বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবজির বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.রেজাউল করিম প্রমুখ।
রবি মৌসুমে আগাম শীতকালীন সবজি আবাদের উৎসাহ দিতে উপজেলার সুফলভোগী কৃষকদের মাঝে লাউ, বাটিশাক, লালশাক,বেগুন, মূলা ও পালংশাকসহ মোট ৯ প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা শীতকালীন সবজি চাষে আরও আগ্রহী হবে এবং এলাকায় উৎপাদনও বৃদ্ধি পাবে। প্রতি জন কৃষকদের মাঝে ১১ প্যাকেট করে বিভিন্ন জাতের শীতকালীন সবজির বীজ দেয়া হয়।