

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে দুই দিন ব্যাপি গ্রুপ সংযোগকারী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে গত বুধ ও বৃহস্পতিবার জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনে গ্রুপের সংযোগকারী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় স্থানীয় জনসাধারণকে সক্ষম করে তোলার লক্ষে মোরেলগঞ্জ সিসিআরসি’র উদ্যোগে এবং সিসিডিবি’র বাস্তবায়ন ও সহযোগিতায় “গ্রুপের সংযোগকারী প্রশিক্ষকদের প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে অংশ গ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি হ্রাস, অভিযোজন কৌশল এবং স্থানীয় পর্যায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয় ধারনা প্রদান করা হয়েছে। অংশগ্রহনকারীরা অলোচনা, গ্রুপ ওয়ার্ক এবং ব্যবহারিক সেশনের মাধ্যমে শিখেছেন কীভাবে অর্জিত জ্ঞন ও দক্ষতা ব্যবহার করে নিজেদের এবং স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত করা যায়।
প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণ কারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, ও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান প্রযোগের মাধ্যমে তারা স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন ও সংগঠিত করে একটি জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়া প্রশিক্ষণটিতে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি সেবা গ্রহণে সংযোগ স্থাপন এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহনে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।