

মোংলা প্রতিনিধি :বিএনপি সরকার গঠন করতে পারলে আগামী দেড় বছরে ১ কোটি মানুষকে চাকুরি দেয়া হবে। ঘরে ঘরে স্বাস্থ্য ও রেসন কার্ড দেয়া হবে। আপনারা ধানের শীষে ভোট দিবেন, বিগত সময়ে যা পেয়েছে আমরা আপনাদেরকে তার চেয়ে অনেক কিছু বেশি দিবো। আমরা মোংলা বন্দর ও সুন্দরবন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবো। তিনি আরো বলেন, মোংলা-রামপালে ধানের শীষ প্রতীকের এমপি না হলে এই অঞ্চল অবহেলিত থাকবে। কারণ এ এলাকায় দীর্ঘ সময় আওয়ামী লীগের এমপি ছিলো, তারা কোন উন্নয়ন করেনি। আর বিগত সময়ে জোটগতভাবে এখানে জামায়াত নির্বাচন করতো, কিন্তু কখনো হতে পারেনি। তাই এ এলাকার উন্নয়নে ধানের শীষের কোন বিপল্প নেই। বুধবার রাত ১০টায় উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়ার রামকৃষ্ণ আশ্রম চত্বরে সনাতনীদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার।