নিজস্ব প্রতিবেদক,সকালের
সাংগঠনিক অনিয়ম ও দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাহা মাহমুদা পলির দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় সংসদ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে,মানিকগঞ্জ জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাহা মাহমুদা পলির দলীয় পদ আপাতত সাময়িক ভাবে স্থগিত করা হলেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে মহিলা দলের কেন্দ্রীয় সংসদ। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পর তার বিরুদ্ধে আনীত অভিযোগের তথ্য প্রমাণ মিললে সাংগঠনিক ভাবে আরো জোরালো ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানান,অন্যের জমিদখল, বালুমহাল দখল,মাদক ব্যবসা,প্রতিবেশীর ওপর অত্যাচারসহ বিভিন্ন কারণে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাহা মাহমুদা পলি দলীয় পদ স্থগিত করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহামেদ জানান,আজ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা সভাপতি আফরোজা আব্বাস ও দলীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে অভিযোগ উঠায় সাংগঠনিক ভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।