

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌমুহনী থেকে ধর্মঘরগামী পাকা রাস্তার উপর সন্দেহভাজন অবস্থায় দুই নারীকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক মহিলা পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৫০০ পিস করে মোট ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃত দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।