

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
বাংলাদেশ কোস্ট গার্ড ভোলার বোরহান উদ্দিনে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পেইন এবং বরিশালের কালিগঞ্জে অনিবন্ধিত জেলেদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্ন সময় সহায়তা প্রদান করে আসছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক বোরহান উদ্দিন থানাধীন কোতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে ২৮৩ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
অন্যদিকে সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জে অনিবন্ধিত ১০০ জন জেলের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীগণ।
সভায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং মৎস্যজীবীদের সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা করা হয়।