

স্টাফ রিপোর্টার:টঙ্গী, ২২ অক্টোবর ২০২৫ — টঙ্গী সরকারি কলেজে ডিগ্রি ফাইনাল পরীক্ষার জন্য সকাল ১০:৩০ টায় কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছিলেন কয়েকজন শিক্ষার্থী। কিন্তু মাওনা বাসস্ট্যান্ডে থাকা প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস কোনওভাবে তাদের তুলে নিতে অস্বীকার করে, ফলে পরীক্ষা-কেন্দ্রে পৌঁছাতে তারা পূর্বনির্ধারিত সময়ে ব্যর্থ হন এবং আনুমানিক ৩০ মিনিট দেরিতে পৌঁছান।
আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, সকাল সাড়ে দশটার দিকে প্রায় ১০–১২ জন ছাত্র-ছাত্রী মাওনা বাসস্ট্যান্ডে প্রভাতীর বাসকে দিয়ে টঙ্গীর উদ্দেশ্যে রওয়ানা দিতে গিয়েও বাসটি তাদের গ্রহণ করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা আগে ট্রাফিক পুলিশের সাহায্য চান; তবে ট্রাফিক পুলিশের বক্তব্য ছিল তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। পরে প্রভাতী পরিবহনের কাউন্টারের মাস্টারও অনুপস্থিত ছিলেন—ফলত: শিক্ষার্থীরা বাস না পেয়ে পরীক্ষায় দেরি করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, “আমরা ভাড়া দিতে রাজি ছিলাম; তবুও বাস নেওয়া হলো না। আগে থেকেও প্রভাতী বাসের এই ধরনের আচরণের অভিযোগ আছে।” শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এই অনিয়মের কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে ও পরীক্ষা কার্যক্রমে অনাকাঙ্খিত প্রভাব পড়েছে।
টঙ্গী সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, দেরি সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, তবে অনেকেরই মানসিক চাপ ও প্রস্তুতি আক্রান্ত হয়েছে।
প্রভাতী বনশ্রী পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে এ সংবাদ দেওয়ার সময় পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনার বাস্তবতা যাচাই ও ভবিষ্যতে এমন অনবরত সমস্যার পুনরাবৃত্তি রোধে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।