সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এডভোকেট তৈমুর রেজা মো: শাহজাদ ভূইয়া। পাশাপাশি তিনি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও জোটগতভাবে মনোনয়ন লাভ করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এডভোকেট তৈমুর রেজা মো: শাহজাদ ভূইয়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকার সন্তান।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট তৈমুর রেজা মো: শাহজাদ ভূইয়া বলেন,“আমি সরাইলের সন্তান। এই মাটির মানুষ আমার শক্তি ও প্রেরণা। আমি বিশ্বাস করি, সরাইল-আশুগঞ্জের জনগণ আমাকে ভালোবাসায় সিক্ত করবেন এবং তাদের মূল্যবান মতামত দেবেন। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
জেলা রাজনীতিতে একজন পরিচ্ছন্ন, শিক্ষিত নেতৃত্ব হিসেবে তৈমুর রেজা শাহজাদ ভূইয়ার নাম ইতিমধ্যেই পরিচিত। তার মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। জনগণের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও স্বচ্ছ রাজনীতির প্রত্যয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী তাঁর মনোনয়ন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন এবং আগামী নির্বাচনে সাফল্য কামনা করেছেন।
এলাকার জনগণ শুভেচ্ছা জানাচ্ছেন
স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ ভোটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈমুর রেজা মো: শাহজাদ ভূইয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন।