সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ডিউটি সংক্রান্ত গতকাল ২৭/০৯/২৫ খ্রি. বিকাল ১৫.০০ ঘটিকায় ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এসময় তিনি আইনশৃঙ্খলা নিয়োজিত সকল পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধনসহ দায়িত্বে তৎপর থাকার ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত ব্রিফিং-এ সদর থানাধীন ১০টি ইউনিয়নের প্রায় ১০০ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা সহ সর্বদা তৎপর থাকার দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।