
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ৬০ নং নয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী কামদপ্তরী মো. জাহিদুল ইসলাম স্কুলে ঝাড়ু না দেওয়ায় ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. আবু বক্কর ছিদ্দিককে পেটানোর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় স্কুল চলাকালীন সময়ে। শিক্ষার্থীকে মারপিটের ঘটনাটি প্রকাশের পর এই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতিবাদ করতে থাকে। নৈশ্যপ্রহরী কর্তৃক স্কুল ছাত্রকে মারপিটের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। মাইর পিট খাওয়া শিক্ষার্থী আবু বক্কর ছিদ্দিক জানান, জাহিদুল ইসলাম প্রতিদিন তাদের কাছ থেকে স্কুলের রুম, মাঠ ও বাথরুম পরিস্কার করে নেয়। বুধবার (২২ অক্টোবর) স্কুলে ঝাড়ু না দেওয়ায় ওই স্কুলের নৈশ্যপ্রহরী শিক্ষার্থী আবু বক্কর ছিদ্দিককে দুই গালে ৭/৮টি চড় থাপ্পর মারে। গালগুলো পাঁচ আংগুলের দাগ দেখা যায়।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান, স্কুলে এসে অভিবকরা গোলমার শুরু করলে আমি জানতে পারি স্কুলের নৈশ্যপ্রহরী জাহিদুল এক ছাত্রকে মারপিট করেছে। মাইরপিটের বিষয়টি আমি ছাত্র ও অভিভাবদের মুখে শুনেছি। কিন্তু জাহিদুলের মুখে শোনার আগে সে স্কুল থেকে চলে গেছে। আমি এ ঘটনাটি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেই সাথে এই ঘটনায় অভিভাকদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, নয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার ঘটনাটি আমাকে অবহিত করেন। এই ঘটনায় স্কুলের নৈশ্যপ্রহরীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি আরো জাানন।