

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বিরামপুর উপজেলার বিনাইল দক্ষিণপাড়া গ্রামের আজগর আলীর ছেলে হাসানুর জামান বাবুর (৪০) নামে ২০১৭ সালে সিরাগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় হাজিরা না দিয়ে বাবু পলাতক ছিলেন। সিরাগঞ্জের আদালত বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালে বাবুকে তিন বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরোয়ানা মূলে বিরামপুর থানার সহকারি উপ-পরিদর্শক নূরুন্নবী ঢাকার আশুলিয়া থেকে বাবুকে গ্রেফতার করে শনিবার সকালে বিরামপুর থানায় নিয়ে আসেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুকে শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।