

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
সারা দেশের ১৯৫২ সাল থেকে ২০২৪ইং সাল পর্যন্ত দেশ মাতৃকা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডকে নিয়ে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড বিশেষ দোয়া মাহফিল করেছে। এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণের উপজেলা, পৌর ও ইউনিয়নের নতুন কমিটির পরিচিত সভা ও মতবিনিময় সভাও করা হয়েছে।বুধবার (২২ অক্টোবর) সকাল ১২টার দিকে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে দোয়া মাহফিল পূর্ব মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক শামসুদ্দিন মণ্ডল আবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক রহমান তোছা,উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকূল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক মকছেদ আলী মঙ্গলীয়া, সদস্য সচিব সিদ্দিকুল হক বাচ্চু, সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, বিরামপুরের মুক্তিযোদ্ধা সংগঠক অ্যাড. মওলা বক্স, উপাধ্যক্ষ একেএম শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের যুগ্ম আহবায়ক ইছাহাক আলী, পৌর আহবায়ক আবু বক্কর সিদ্দীক, যুগ্ম আহবায়ক আবু হাসান মাষ্টার ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
এসময় বিরামপুর উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন এবং সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।