

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন (ইউএনও)এর গার্ড অব অনার প্রদানের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের চৌঠা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার (১৯ অক্টোবর) রাতে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
সোমবার (২০ অক্টোবর) তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁকে গার্ড অব অনার প্রদান করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন (ইউএনও) ও অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান। তাঁর জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক শামসুদ্দিন মণ্ডল আবুল, সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা আবু বক্কর, শফিকুল ইসলাম, মোজাফফর রহমান, আব্দুল মজিদ, মোজাম্মেল হকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুছল্লীগণ অংশ গ্রহণ করেন। ফজলুর রহমানের মৃত্যুতে মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক শামসুদ্দিন মণ্ডল আবুল ও সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।