সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদাদতা:-
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত দিনে আমরা দেখেছি যারা নির্বাচনে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ছিল, তারাই বিগত স্বৈরাচারী সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছে। মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু তারা নিজেরাই ভোটে ব্যালট বাক্স ভর্তি করে দিয়েছে। যেসব সরকারি কর্মচারী ভোট কেন্দ্রে দায়িত্বে ছিল তারাই এসব গুলো করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। জেলা শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। অতিরঞ্জিত কিছু করতে গিয়ে আমাদের ক্ষতি করবেন না। তিনি বলেন, আগামী নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন নিরপেক্ষ ভাবে করুন যাতে সঠিক ভাবে মানুষের কাছে মূল্যায়ন হয়।
সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আসাদুজ্জামান শাহিন, জসিম উদ্দিন রিপন, মনির হোসেন প্রমূখ।"