

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: শিক্ষা ও জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে রবিবার (৫ অক্টোবর) যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসন-এর আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিনটি উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালবেলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের পেশাগত মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সভাপতি এমদাদ হোসেন এবং প্রধান শিক্ষক সমিরণ কুমার পাঠক প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষকরাই সমাজের মূল চালিকাশক্তি। একটি উন্নত জাতি গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। বিশ্ব শিক্ষক দিবসে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।আলোচনা সভার সমাপ্তি টানেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও শোভন সরকার। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।