মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমা মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গণে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।৮ অক্টোবর বুধবার পশ্চিমা গ্রামবাসীর আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী আশপাশের মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রতি চার মাস অন্তর রক্ত দানে উদ্বুদ্ধ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য পরিমল বিশ্বাস, সভাপতি সিকু খান,মো: আব্দুল্লাহ, তুষার ইমরান, রমজান আলী সহ সংগঠনের নেতৃত্বের সকল সদস্য