

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় মহাসচিব রাজশাহী-৪ বাগমরা আসনের সম্ভাব্য এম.পি প্রার্থী ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন’টায় বাগমারা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ধনী গরিবের ব্যবধান দূর, স্বাস্থসেবা নিশ্চিত, চাঁদাবাজি বন্ধ, মাদকমুক্ত বাগমারা গড়ার অঙ্গীকার করেন। এসময় কেন্দ্রীয় মহাসচিবের পাশে ছিলেন ভাসানী জনশক্তি পার্টির বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সভাপতি আনিসুর রহমান, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সভাপতি এশারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আনকরুল ইসলাম সহ আরও অনেকে।