নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর কোলঘেঁষা হায়দরগঞ্জ গ্রাম। শহরের সুবিধা থেকে দূরে হলেও এখানকার শিক্ষার্থীরা আর পিছিয়ে নেই। আধুনিক শিক্ষা আর আত্মবিশ্বাসের সাথে তারা গড়ে তুলছে নিজেদের নতুন ভবিষ্যৎ। এর বড় উদাহরণ হায়দরগঞ্জ মডেল স্কুলে আয়োজিত “সেমিনার অন ফাউন্ডেশন ইংলিশ” ও ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। দিনব্যাপী আয়োজনে অংশ নেয় প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। ইংরেজিভীতি দূর করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলাই ছিল মূল লক্ষ্য। আয়োজন করে এইচএমএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সহযোগিতায় ছিল ইংলিশ থেরাপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ আর গ্রুপের ডিরেক্টর (অ্যাডমিন) এবিএম মুহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল। এছাড়া ইংলিশ থেরাপির প্রশিক্ষক তাসনীম আহমেদ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন কমিউনিকেশন অফিসার মাঈনুল ইসলাম।
বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, জীবনের প্রতিটি চ্যালেঞ্জে টিকে থাকতে ইংরেজি দক্ষতা অপরিহার্য। শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে এসব দিকনির্দেশনা শোনে।
সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ইংরেজি ভাষায় বিতর্ক। শুরুতে কিছুটা সংকোচ থাকলেও অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীরা ইংরেজিতে যুক্তি তুলে ধরে আত্মবিশ্বাসের প্রমাণ দেয়। নিয়মিত অনুশীলন করলে তারাও এগিয়ে যেতে পারবে, প্রতিযোগিতা সেটিই দেখিয়ে দিয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার ও প্রতিযোগিতা নিয়মিত করা হবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করতে পারে।দিনশেষে সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।