মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি কর্তৃক আটক অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৪২০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি’র নিয়মিত টহলদল টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন বাংলাদেশী নাগরিক সীমান্ত পিলার ৩১৫/৫-এস এর নিকট দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দাইনুর বিওপির টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, কয়েকজন ব্যক্তিকে সীমান্ত পিলার ৩১৫/৫-এস হতে অনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুশরাপাড়া নামক স্থানে কয়েকজন ব্যক্তির ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় বিজিবি কর্তৃক তাদের অদ্য আনুমানিক ০৪৩০ ঘটিকায় আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো (ক) মোঃ কপেশ শেখ (৫৫), পিতা- মৃত মচেল শেখ, (খ) মোছাঃ চায়না বেগম (৪০), স্বামী- মোঃ ইব্রাহিম, (গ) মোঃ দবির শেখ (১৬), পিতা- মোঃ কপেশ শেখ (ঘ) মোঃ শামীম শেখ (৩৫), পিতা- মোঃ রজব শেখ, (ঙ) মোছাঃ আফরোজা বেগম (৩৫), স্বামী- শামীম শেখ, (চ) মোঃ আলমাছ শেখ (১৭), পিতা- শামীম শেখ সকলের গ্রাম- লালপুর কলোনি পাড়া, পোস্ট- লালপুর, থানা- লালপুর ও জেলা- নাটোর। আটককৃত ব্যক্তিদের প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা বাংলাদেশী নাগরিক এবং তা দীর্ঘদিন পূর্বে রাতের আধারে সীমান্ত (অজ্ঞাত) দিয়ে ভারতে প্রবেশ করতঃ রাজস্থান নামক এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি ভারতীয় পুলিশ কর্তৃক অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের আটক অভিযান শুরু করায় তারা পুনরায় অবৈধভাবে দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি কর্তৃক আটককৃত ব্যক্তিগণ প্রকৃত বাংলাদেশী নাগরিক কিনা তা যাচাইয়ের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও নিকট আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ পূর্বক জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিক হিসেবে সনাক্ত করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।