মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্ম শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলী।
সভায় আইন-শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন সেনাবাহিনী ক্যাপ্টেন নাঈম ইসলাম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা রিতা মন্ডল ও ফুলবাড়ী উপজেলা
পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শিল্পপতি
আনন্দ কুমার গুপ্ত,শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম,বেদদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হোসেন,
আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকের বাবলু, জামাতে ইসলামের আমির মাওলানা হাবিবুর রহমান, এনসিপির প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাতসহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ ইসাহাক আলী বলেন ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হবে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।