

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি :
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কুরমুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার মন্ডল কে আলাদীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ মঞ্জুরুল ইসলাম কর্তৃক মারপিট করায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার উপর হামলা ও মারপিটের ঘটনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে সহকারী শিক্ষক অজিত কুমার মন্ডল বলেন, গত ২০/১০/২০২৫ইং তারিখে আলাদীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করি। ঐ দিন অভিযোগের একটি কপি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বরাবর দিতে গেলে পরিষদের ভিতরে গ্রামপুলিশ মঞ্জুরুল ইসলাম আমাকে ইউনিয়ন পরিষদে ঢুকতে বাঁধা প্রদান করেন। এবং তার সঙ্গী আশিকুর রহমানের উপরও অর্তকিত হামলা চালায় ও তার সাথে থাকে মৃত্যুর সনদ পত্রটি ছিড়েফেলে। তাদের সাথে থাকা অন্যন্য কাগজপত্র মোবাইল ফোন, মটর সাইকেল আটকে রেখে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এর পরেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পায়ের জুতা খুলে মারে ও লাঠি দিয়ে শিক্ষকের শরীরে আঘাত করে। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের থাকা লোকজন উদ্ধার করেন। গ্রামপুলিশ মঞ্জুরুল ইসলাম মটর সাইকেল ছিনিয়ে নিয়ে ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলীর মারফতে উদ্ধার করে তা পৌঁছে দেন। তিনি আরও বলেন, উক্ত ঘটনা সহ পূর্বের যাবতীয় ঘটনার আসল হোতা আলাদীপুর ইউপির চেয়ারম্যান নাজমুস সাকির বাবলুর নির্দেশে হয়েছে এবং তিনি ইউনিয়ন পরিষদের তার নিজ কক্ষে অবস্থান কর ছিলেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নাজমুস সাকিব বাবলুর সাথে কথা বললে তিনি জানন, বাহিরে কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি অবগত নই। তবে গ্রাম পুলিশের সাথে কথা কাটাকাটি হয়েছে বলে পরে শুনতে পাই। ফুলবাড়ী থানার এএসআই আব্দুল মান্নান এর সাথে কথা বললে তিনি জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।