নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিতর্কিত আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল ওহাব পান্নু মিয়াকে বিএনপিতে যোগদান করালেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। পান্নু আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আলফাডাঙ্গায় এক জনসভায় আব্দুল ওহাব পান্নুকে বরণ করে নেন খন্দকার নাসির।
এই পান্নুকে নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ মনোভাব রয়েছে। অভিযোগ রয়েছে,একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া আব্দুল ওহাব পান্নু স্থানীয় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। তিনি কেবল মাদক সিন্ডিকেটের নেতাই নন, নিজেও মাদক সেবন করেন বলে এলাকায় প্রচার আছে।
এহেন একজন বিতর্কিত আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানের ঘটনা এলাকায় সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও লোকজন বলছেন,বিতর্কিত বিশেষ করে মাদক,চাঁদাবাজি,দখল ইত্যাদি অপরাধে জড়িতদের কোনোভাবেই দলে নেওয়া যাবে না- কেন্দ্রের এমন ইতিবাচক অবস্থানকে লঙ্ঘন করে আলফাডাঙ্গার বিতর্কিত আওয়ামী লীগ নেতাকে বরণ করেছেন খন্দকার নাসিরুল ইসলাম।
স্থানীয় বিএনপির অনেকে আশঙ্কা করছেন,আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের দলে ভেড়ানোর ফলে মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা আবার নির্যাতনের শিকার হতে পারেন। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আব্দুল ওহাব পান্নু বিএনপির অনেক নেতাকর্মীকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছেন। অনেককে পুলিশের ভয় দেখিয়ে বাড়িছাড়া করেন। তার কারণে ঘরে মাথা দিতে পারেননি অনেকে।
সেই বিএনপিবিদ্বেষ পান্নুকে দলে নেওয়ার মধ্য দিয়ে নাসিরুল ইসলাম বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসিত করছেন বলেও অভিযোগ উঠেছে।
নাসিরুল ইসলাম ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাড়ে তিন মাস পর সে বছরই সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষ প্রতীকে নির্বাচন করে মাত্র ৩২০০ ভোট পান তিনি। এরপর বিএনপি আর তাকে কখনো মনোনয়ন দেয়নি।
তবে সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে খন্দকার নাসিরুল ইসলাম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফরিদপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন।
আগামী নির্বাচনে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর-১ (মধুখালী,বোয়ালমারী, আলফাডাঙা) আসনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী বলে জানা গেছে। সেই লক্ষ্যে এলাকায় জনসংযোগ করছেন তিনি।
এরই অংশ হিসেবে আজ আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়ন বিএনপির একটি জনসভার আয়োজন করেন তিনি। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভার প্রধান অতিথি খন্দকার নাসিরুল ধানের শিষসহ বরণ করে নেন বিতর্কিত সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব পাননু মিয়াকে।