বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতান স্যারের নতুন গ্রন্থ ‘World of Knowledge–জ্ঞানের জগৎ’ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করবে দাঁড়িকমা প্রকাশনী। জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম এবং জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে রচিত এ গ্রন্থ পাঠকদের নতুনভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন প্রকাশক।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্মগ্রহণকারী লেখক তৌফিক সুলতান স্যার একজন শিক্ষক, গবেষক ও সমাজসেবক। জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি ইতোমধ্যেই পাঠকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তার লেখনীতে ইসলামি মূল্যবোধ, মানবিকতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সমন্বয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
লেখকের ভাষ্য অনুযায়ী, ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ কেবল একটি বই নয়; বরং এটি এক অনন্য জ্ঞানকোষ। এখানে স্থান পেয়েছে প্রাচীন সভ্যতার অভিজ্ঞতা, নবীদের জীবন ও দর্শন, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, মনোবিজ্ঞান ও মানবজীবনের শিক্ষণীয় দিক। বইটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও সাধারণ পাঠকের জন্য সমানভাবে উপযোগী এবং অনুপ্রেরণামূলক হবে।
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এ বইটি মানসম্মত কাগজে, রঙিন কভার ও হার্ডবোর্ড বাঁধাইসহ প্রকাশ করা হবে। খুব শিগগিরই বইটি পাঠকের হাতে পৌঁছাবে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে লেখক তৌফিক সুলতান বলেন, “একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। বইটি সেই বিশ্বাসের প্রতিফলন, যা পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।”
আমরা মনে করি,World of Knowledge – জ্ঞানের জগৎ বইটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে নতুন প্রেরণা যোগাবে। এটি পাঠকের চিন্তা ও অধ্যয়নকে গভীর করবে এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। এই বই নিঃসন্দেহে এক অমূল্য সম্পদ হিসেবে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং চিন্তাবিদদের হাতে থাকবে।