

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আইনুল হক সরদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী, আব্দুর রাজ্জাক আজাদ ও সুনিল কুন্ডু।
আরো বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক নুর আলম ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর সভাপতি গোলাম আকবর, পৌর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সজল প্রমুখ। এতে প্রায় ৪ শতাধিক আড়ৎদার সভায় অংশগ্রহণ করেন।বক্তারা কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী কমিটি নির্বাচনের প্রস্তুতি, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।পরে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।