দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার বাগজানা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ,লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাগজানা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি নেতা মাসুদ রানা প্রধানের নেতৃত্বে ১ হাজারের অধিক নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বাগজানা হাই স্কুল মাঠ থেকে বের হয়ে শেকটা, জীবনপুর, সোনাপুর ও চেচড়া মোড়েরহাট চৌমুহনী বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় যাত্রাপথে সোনাপুর গ্রামে প্রবেশ করলে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ তাদের সংস্কৃতির বাজনা ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। এছাড়াও বিএনপির নেতৃবৃন্দরা বাগজানা, সোনাপুর ও চেচড়া চৌমুহনী বাজার মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা করেন।
পথসভা গুলোতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের মরহুম এমপি মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র ধানের শীষের কান্ডারী জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের নেতা আনিছুর রহমান আনিছ,বাগজানা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা টুনি সহ বিভিন্ন স্তরের নেতৃবন্দ। পথসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।