

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক, মিশুক ও অটোরিক্সা চলাচলে নিরাপদ ও শৃংঙ্খলা আনায়নে চালকদের প্রশিক্ষন ও ড্রেস বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত। জানা গেছে, ২২ অক্টোবর বুধবার সকাল ১০ টায় পটুয়াখালী পৌরসভার নতুন ভবনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় পটুয়াখালী পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা’র সভাপতিত্বে ও এ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ’ সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক পটুয়াখালী। উক্ত সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আনোয়ার জাহিদ জেলা পুলিশ সুপার পটুয়াখালী। এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী অটো- রিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক আলমগীর তালুকদার, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, মেডিকেল অফিসার ডাঃ একেএম একরামুল নাহিদ, প্রধান সহকারী মোঃ জাকিরুল হাসান, লাইসেন্স পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সুত্রে আরও জানা গেছে, উক্ত সময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেছেন, পৌর শহর ও নগর উন্নয়নে অটো-রিক্সাসহ অন্যান্য যানবাহনের চালকদের ভূমিকা যেমন রয়েছে, তেমনি সরকারের ট্রাফিক আইন ও নিয়ম এবং নির্দেশনা মেনে যানবাহন চালানো একান্ত আবশ্যক। বিশেষ অতিথি তাঁর বক্তব্য বলেছেন, ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা থেকে চালক যেমন নিরাপদে থাকবে তেমনি যাত্রী সাধারনও নিরাপদ থাকবে। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত চালকদের উদ্দেশ্যে একাধিক নির্দেশনায় বলেছেন,
অটো-রিক্সা পৌরসভায় নিবন্ধনভুক্ত করি, অনিবন্ধিত অটো- রিক্সা পৌর এলাকায় না চালাই, প্রশিক্ষন নিয়ে গাড়ি চালাই, ড্রেসপরিধান করে গাড়ি চালাই, ট্রাফিক নিয়ম মেনে চলি, অতিরিক্ত যাত্রী বহন না করি, প্রতিযোগিতা না করি দুর্ঘটনা এড়িয়ে চলি পৌর শহর উন্নয়ন করি। এছাড়াও এ সব নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
সভা শেষে প্রধান ও বিশেষ অতিথি অটোরিক্সা ও অটোবাইক চালকদের হাতে ড্রেস ও গাড়িতে লাগানোর জন্য নিবন্ধনকৃত স্টিকার তুলে দেন।