

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী সদর উপজেলায় ফুটবল ও সাতাঁর মাসব্যাপী প্রশিক্ষণ”র শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ২২ অক্টোবর বুধবার সকাল ১০ টায় এ প্রশিক্ষণের শুভ উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া অফিস পটুয়াখালী’র আয়োজনে পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে।এ সময় অনুষ্ঠানে মোঃ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, পটুয়াখালী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস, পটুয়াখালী’র কর্মকর্তা -কর্মচারী, পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকার ফুটবল খেলোয়াড় গন,সাতাঁর প্রশিক্ষণার্থী, আম্পেয়ার ও সাঁতার প্রশিক্ষক, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।