মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর থানা পুলিশ কর্তৃক কিশোর গ্যাং চক্রের চার সদস্য কে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন, ১। তালহা মৃধা (২০), পিতা- মোঃ মুরাদ মৃধা, মাতা- মোঃ রিনা বেগম, সাং- সবুজবাগ মোড় (মৃধা বাড়ী), ওয়ার্ড নং-৪, থানা-পটুয়াখালী, ২। মোঃ আল কাইয়ুম রিফাত (২১), পিতা- মোঃ রিপন হাওলাদার, মাতা- মোসাঃ পারুল বেগম, সাং- আলীপুর, থানা- মহিপুর, এপি সাং- পিটিআই স্কুলের পিছনে, মজিবর প্যাদার বাড়ী ভাড়াটিয়া, থানা- পটুয়াখালী, উভয় জেলা- পটুয়াখালী, ৩। মোঃ নাজমুল হাসান (১৯), পিতা- মোঃ জসিম খান, মাতা- মোসাঃ নার্গিস বেগম, সাং- কয়ার চর, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠী, এপি সাং- থানাপাড়া (মন্টু চৌকিদারের বাসার ভাড়াটিয়া), পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা- পটুয়াখালী, ৪। মোঃ সিয়াম সিকদার @ আকাশ (১৯), পিতা- মোঃ রিপন সিকদার, মাতা- মোসাঃ সীমা বেগম, সাং- কাঠলতলী, থানা-মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, এপি সাং-শের-ই-বাংলা সড়ক রোড, (সীমা চৌধুরীর বাসার ভাড়াটিয়া), পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা- পটুয়াখালী। আরও জানা গেছে, এই চক্রের সদস্যরা মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে জোর পূর্বক অর্থ আদায় সহ শহরের বিভিন্ন স্থানে মারামারি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জনৈক এক ব্যক্তির ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তাকে অবৈধভাবে আটক করে এবং জোর পূর্বক অর্থ আদায়ের সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিজ্ঞ আদালতের প্রেরন করা হয়েছে।