আজহারুল ইসলাম (আজহার) পঞ্চগড়
পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবিতে শিক্ষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে শিক্ষকরা ৬ দফা দাবি তুলে ধরেন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০% বাড়ি ভাতা প্রদান,
১০০% উৎসব ভাতা বাস্তবায়ন,
চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ,
ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা,
নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা,
এবং শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ।
সমাবেশে বক্তব্য রাখেন,
মাওলানা ওয়ালিউল্লাহ, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা;
মাওলানা মাজেদুর রহমান, সভাপতি বাংলাদেশ আদর্শ ইবতেদায়ী শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা,
মাওলানা জয়নাল আবেদীন, সদস্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন,আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এতে জেলার সকল ইবতেদায়ী মাদ্রাসা এবং নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।