আজহারুল ইসলাম (আজহার) পঞ্চগড় সদর প্রতিনিধি:
সারাদেশের মতো পঞ্চগড়েও শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলা এ কর্মসূচিতে জেলার ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি জানান, এই কর্মসূচি ২০ কার্যদিবস ধরে চলবে। এর মধ্যে প্রথম ১২ কার্যদিবসে জেলার ১ হাজার ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই লাখ ৪৭ হাজার ২৫০ জন শিশুকে এবং বাকি আট কার্যদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা এক লাখ ১৪ হাজার ৯২৭ জন শিশুকে কমিউনিটি পর্যায়ের ১ হাজার ৬২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
টাইফয়েডের ভয়াবহতা তুলে ধরে সিভিল সার্জন বলেন, “টাইফয়েড দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। সময়মতো সঠিক চিকিৎসা না হলে এটি মারাত্মক হতে পারে। তাই শিশুদের জন্য এই টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।”
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, টিকা সম্পর্কে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখতে এবং যেকোনো গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে।প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ এবং জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু।
এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।