

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়
গেইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে পঞ্চগড়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকার খুনিয়াপাড়া গ্রামে শহিদুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়। অভিযানে সহায়তা করেন এসআই আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে পুকুর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অপরাধ স্বীকারের পর ৬৭ ধারা অনুযায়ী ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ যদি আফ্রিকান মাগুর চাষ করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলীর তত্ত্বাবধানে জব্দকৃত মাছগুলো মধ্যে স্থানীয় এতিমখানায় হস্তান্তরের নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।