পঞ্চগড় প্রতিনিধিঃ
জাকের পার্টির দেশব্যাপী শুরু হওয়া শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জনসমাবেশের অংশ হিসেবে পঞ্চগড়ে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়নের ঝলই বাজার মাঠে বিপুল সংখ্যক জনসাধারণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জাকের পার্টির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান রাজনের সঞ্চালনায়, প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি আয়নাল হক। বিশেষ অতিথি হিসেবে জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা জাকের পার্টির সভাপতি আয়নাল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন,রাজনীতিতে গুণগত পরিবর্তন জরুরি। আমরা জনগণের অধিকার ও সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে বিশ্বাসী। জনগণের বিকল্প নেই। সেই সাথে আমাদের সংযত ও সচেতন থাকতে হবে। ‘
সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন,’ অস্থিতিশীল অবস্থা বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থ অর্জনে মরিয়া হয়ে উঠেছে।’
আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান জাকের পার্টির বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল পেতে জাকের পার্টির বিকল্প নেই। ন্যায়ভিত্তিক সমাজ ব্যাবস্থা ও কল্যান রাস্ট্র গঠনে জাকের পার্টির পতাকাতলে সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও বর্হিবিশ্বের শান্তি ও সমৃদ্ধ কামনায় মিলাদ শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পরে সভা থেকে একটি র্যালী বাজার প্রদক্ষিণ করে।