

আজহারুল ইসলাম আজহার পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল আলম, হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ-সভাপতি হেফাজতে ইসলাম ও সভাপতি খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা মাওলানা মো. আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, ইসকন দেশে উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং মুসলমানদের ওপর নানামুখী নির্যাতন চালাচ্ছে। তারা ইসকনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।