

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ে’র বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪-নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক ও সকল রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এই উদ্বোধন করা হয়। এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর হতে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে চার বাহিনী (বিজিবি, পুলিশ, আনছার ও ফায়ার সার্ভিস) সদস্যরা দেশের সর্ববৃহৎ পতাকা বহন করে ফ্ল্যাগ স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যান। এছাড়াও স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যাবসায়ী, সুশীল সমাজ, শিক্ষক সহ সাধারণ মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে হাজার কন্ঠে একযোগে জাতীয় সংগীত গেয়ে নব নির্মিত এই ফ্ল্যাগ স্ট্যান্ড এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধিনায়ক মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্ছু, বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, তেতুলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহাদাত হোসেন রঞ্জু, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ সারজিস আলম, গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলা আহবায়ক মোঃ মাহাফুজার রহমান, জেলা জামাতের আমির মোঃ ইকবাল হোসাইন, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর জেলা সভাপতি ক্বারী আব্দুল্লাহ, জাগপা সহ সভাপতি সামসুজ্জামান বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তাগণ বলেন, এই সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড আমাদের স্বাধীনতা ও আমাদের মাথা উচু করে দাঁড়ানো প্রতিক। আমরা জাতিগত ভাবে আর কারো কাছে মাথা নত করবোনা। দেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড তেতুলিয়ায় নির্মাণ করায় উপস্থিত সকলেই পঞ্চগড় জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে দিনটি স্মরণীয় করে রাখতে, উপস্থিত সকলেই নতুন এই ফ্ল্যাগ স্ট্যান্ড এর সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেন।