রানা খান, (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনায় ফার্মাসিউটিক্যাল ম্যানেজার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের আয়োজিত আনুষ্ঠানিক সভায় এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন,
মোহাম্মদ সেলিম রেজা খান (রানা),
সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন খান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফারুখ খান।
সভায় জানানো হয়, এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন পেয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজার্স ফোরাম নেত্রকোনার ওষুধ বাজার ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক নেতৃত্ব গড়ে উঠলে ভবিষ্যতে সংগঠনটি জেলার মানুষের স্বাস্থ্যসেবায় আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল খাতের বিভিন্ন কর্মকর্তা, প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।