রূপগঞ্জ প্রতিনিধি :জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার পাঁচদিন পর পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নং সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, স্থানীয় জনতার কাছ থেকে পূর্বাচল জামে মসজিদে অসুস্থ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। মামুনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা হাসপাতালে আছেন।
মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামী নিখোঁজ ছিল। সন্তানরা সারাক্ষণ বাবার খোঁজ করছিল, আমি কীভাবে তাদের কিভাবে শান্তনা দিব বুজতে পারছিলাম না?
আমাদের মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম। আলহামদুলিল্লাহ জুমার দিনে স্বামীকে ফিরে পেয়েছি।”তিনি প্রশাসনসহ সর্বস্তরের জনগনকে ধন্যবাদ জানান।