নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে তালা ভেঙে প্রায় ২১ লাখ টাকা চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম–মো.আলিম হাওলাদার। গ্রেফতারকালে তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ এবং চুরির কাজে ব্যবহৃত একটি কাটা শাবল উদ্ধার করা হয়েছে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহফুজুল হক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৭ অক্টোবর দায়ের হওয়া চুরি মামলার (নিউমার্কেট থানার মামলা নং-০৩/২০২৫, ধারা ৩৮০/৪৬১ পেনাল কোড) তদন্তে নামার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ১০ অক্টোবর ভোরে বরগুনা জেলার বামনা থানার পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে আসামি মো. আলিম হাওলাদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলিম হাওলাদার পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার টগরা গ্রামের বাসিন্দা।
ওসি জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নগদ ৩০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল শনিবার আসামিকে আদালতে হাজির করার পর রিমান্ডের আবেদন করা হলে তদন্তের স্বার্থে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি তার অপরাধের বিষয়টি স্বীকার করে এবং চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার একটি কাটা শাবল কোথায় লুকানো আছে তা জানায়। এরপর রবিবার বিকাল ৪টার দিকে পুলিশ আসামিকে নিয়ে ঘটনাস্থল নিউ সিটি কমপ্লেক্স (বিশ্বাস বিল্ডার্স)-এ গিয়ে আসামির দেখানো স্থানে তালা ভাঙার ওই কাটা শাবলটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মামলার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে কাজ করছে তারা।