মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দল ও কচ্ছপিয়া বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কয়েক হাজার নারীর উপস্থিতিতে সমাবেশটি জনস্রোতে পরিণত হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের ফাক্রির কাটা স্টার পর্ক কমিউনিটি সেন্টার উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাবিয়া বসরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কচ্ছপিয়ায় মহিলা সমাবেশ সকাল থেকে ১-৯ নং ওয়ার্ডের শত শত নারী “কাজল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” এই স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। মুহূর্তেই কমিউনিটি সেন্টারের প্রথম ও দ্বিতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে কমিউনিটি সেন্টারের বাহিরের আঙ্গিনাও পরিণত হয় জনসমুদ্রে—কোথাও তিল পরিমান ঠাঁই ছিল না।
সমাবেশস্থলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল পৌঁছালে মহিলা দলের নেত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। মহিলাদের জনস্রুতে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম প্রমাণ করেছেন— নারী নেতৃত্ব জাতির গৌরব ও উন্নয়নের প্রতীক হতে পারে। আজ বিএনপির নারী নেত্রী ও কর্মীরা যেভাবে দলকে সংগঠিত করতে ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নারীর হাত ধরেই দেশে আবারও গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরবে।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা, ন্যায় ও জনগণের কণ্ঠের প্রতিচ্ছবি। সেই কণ্ঠকে শক্তিশালী করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সবচেয়ে দাবী। উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপি নেতা আবুল কাশেম, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহাম্মদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ,সাবেক মেম্বার নুরুল আবছার, মহিলা দলে নেত্রী রোকসানা আক্তার, শাহনাজ বেগম সাজু, যুবদল নেতা শামশুল আলম শাহীন,কাউয়ারখোপ যুবদল নেতা মনজুর আলম, ছাত্রদল নেতা ছুরত আলম,কৃষক দল নেতা দেলোয়ার,আবু রোবান বাপ্পী মহিলা দল নেত্রী খতিজা বেগম,জাহানার বেগম জানুসহ ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।