

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় রেলী, শিশুদের পরিবেশনায় বিশেষ টকশো, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারটায় কলাপাড়া পৌর অডিটরিয়ামে একশন এইডের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন আভাস এই কর্মসূচীর আয়োজন করেছে।
বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, থানা ভারপ্রপাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আভাস এলআরপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল্ ইসলাম।
শিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশ বিষয়ে সচেতনতায় গুরুত্বারোপ করে বক্তারা বলেন, শিশুদের বাদ দিয়ে কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন পরিপূর্ন হয়না।শিশুদের জন্য বাসযোগ্য সমাজ, শিশুদের অধিকার নিশ্চিত করতে এখন্ থেকেই কাজ করতে হবে।