

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
“শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”
এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে-২০২৫ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবু সাঈদ, খতিব, নাগেশ্বরী থানা মসজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক গোলাম রসুল রাজা, আহ্বায়ক, উপজেলা বিএনপি, নাগেশ্বরী, মাওলানা মোঃ আব্দুল মান্নান, উপজেলা আমীর,নাগেশ্বরী উপজেলা শাখা, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা, মাওলানা আমিনুল ইসলাম, মুহতামীম, নাগেশ্বরী কেরামতিয়া কওমী ও হাফিজিয়া মাদরাসা।
এছাড়াও রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান ওপেন হাউস ডেতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন। সময়োপযোগী বক্তব্য দেওয়ায়, উপস্থিত সবাই পুলিশ সুপারকে করতালির মাধ্যমে অভিনন্দন জানায়।