

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সাম্য ও সমতায়”দেশ গড়বে সমবায় ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মাঠ থেকে এক বিশাল র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টিটিসি হলে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ক্যাবুরী মার্মা।
সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুজন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুজন বড়ুয়া, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখনে, ডাঃ,মোঃ,কুদরাতি রাব্বি, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মনসুর হোসেন মানিক প্রমুখ।
এছাড়াও সমিতির পক্ষে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি বাজার সমিতির সহ সভাপতি আবু তাহের, তুমব্রু সিএনজি সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হক, প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, উপদেষ্টা সাংবাদিক আবদুর রশিদ, ডুলুঝিরি এগ্রোফার্ম সমিতির সভাপতি নুরুল আবছার, তুমব্রু বাজার সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান্, করলিয়া মুরা এগ্রোফার্ম সমিতির উপদেষ্টা জালাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী সমিতির সকল সদস্যদের উদ্দেশ্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমবায় সমিতির বিকল্প নাই। সমবায় সমিতি দিয়ে অনেক উন্নতি করা সম্ভব। পাশাপাশি সমিতির দায়িত্বে থাকা সকলেই সচ্ছতা জওয়াব দিহিতা অবশ্যই প্রয়োজন রয়েছে বলে ও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে সমিতির ভাল কাজের স্বীকৃতি সরুপ সম্মামনা স্বারক প্রদান করা হয়।