নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম মনাকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে শেখহাটি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেখহাটি ইউনিয়ন শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন স্তরের সমর্থকরা অংশ নিয়ে রফিকুল ইসলাম মনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা বলেন, রফিকুল ইসলাম মনা একজন ভালো মানুষ। তিনি এলাকার নিরীহ গরীব সাধারণ মানুষের পাশে থাকেন। দলের দূর্দিনে তিনিই শেখহাটি ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। আমরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানায়। রফিকুল ইসলাম মনা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি শুধুমাত্র বিএনপি করার কারণে। হাসিনা সরকার পতনের পরে এলাকার নিজ দলীয় ও আওয়ামীলীগের দোষরদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জেলা উপজেলার নেতাদের কাছে অভিযোগ করেন। যার প্রেক্ষিতে আমাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রকৃতপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ আমি করি নাই। আমি চাই আমার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। তদন্তে দোষী হলে আমি শাস্তি মাথা পেতে নেব। আর যদি দোষী না হয় তাহলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে সংগঠনের পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমান এবং সদস্য সচিব তারিকুল ইসলাম সোহাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম মনাকে বহিষ্কার করা হয়।