নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল অভিযান চালিয়ে বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে কাওলা ১ নম্বর জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৮ অক্টোবর) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাজ্জাদ হোসেন দক্ষিণখান থানার বাসিন্দা এবং বর্তমানে বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
সৈয়দ সাজ্জাদ হোসেনের স্থায়ী ঠিকানা কাওলার ৪১১ নম্বর বাসায়। তার বাবার নাম মৃত সৈয়দ খলিলুর রহমান। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।