

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগনের সাথে শিক্ষা মন্ত্রানালয়ে যুগ্নসচিবের (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার( ২৩ শে অক্টেম্বর) দুপুর ২টার দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রানালয়ের যুগ্ন সচিব জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা কৃষি কর্মকতা সাইফুল্লাহ আহমেদ, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাক্তার বার্নাবাস হাসদাক , তানোর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমারত আলী।
তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী,সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সরনজাই মাদ্রাসার সুপার, পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা,তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান। এসময় তানোর উপজেলা বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রদানগন ও শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।