1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে টিসিভি ক্যাম্পেইন'র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন | সকালের খবর ২৪
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতারে পুলিশ’র প্রেস ব্রিফিং মোরেলগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন আখাউড়া পুলিশের অভিযানে প্রাইভেটকারে মাদক পাচারের নগদ টাকা সহ গ্রেফতার ৫ বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত নাগেশ্বরীতে কচাকাটা থানায় বিএনপি’র মত বিনিময় সভায় সাইফুর রহমান রানা বাইশারীতে ১০ বছরের মুসলিম শিশুকে ধর্ষণের অভিযোগে বড়ুয়া যুবক আটক তারেক রহমানের ৩১ দফাই জাতীয় ঐক্যের রূপরেখা: মোরেলগঞ্জে মনিরুল হক ফরাজি সুধারামে ধর্ষণ মামলার মূল আসামি র‍্যাবের হাতে গ্রেফতার নিউমার্কেট সিটি কমপ্লেক্সে তালা ভেঙে ২১ লাখ টাকা চুরি, আসামি গ্রেফতার,নগদ অর্থ উদ্ধার

তানোরে টিসিভি ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে টিসিভি (টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন) ক্যাম্পেইন ২০২৫ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। রোববার সকাল ১০টায় তানোর উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয়ে চত্বরে টিসিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশব্যাপী এই টিকাদান কর্মসূচির অংশ হিসেবে তানোর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনা মুল্যে এই টিকা প্রদান করা হচ্ছে। এসময় স্বাস্থ্য সহকারী সেতাউর রহমান উপস্থিত চারজন ছাত্রছাত্রীকে টিসিভি টিকা প্রদান করেন। টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি, যা সাধারণত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এই টিসিভি টিকা শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে। সরকারের লক্ষ্য হলো, কোনো শিশু যেন টাইফয়েডে আক্রান্ত না হয়।

এই টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ৯ম শ্রেণি পর্যন্ত স্কুলপড়ুয়া সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে টিসিভি টিকা প্রদান করা হবে। পরবর্তীতে কমিউনিটি পর্যায়েও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। কর্মসূচির সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত, এবং কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাক বলেন, টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রমণজনিত রোগ। অনেক সময় এটি জীবনহানির কারণ হতে পারে। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের নির্ধারিত সময়ে এই টিকা গ্রহণ নিশ্চিত করা। তিনি বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে এবং আউটরিচ টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হবে। দেশব্যাপী প্রায় ৫ কোটি শিশুকে একটি ডোজ টিসিভি টিকা দেওয়া হবে। এর মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সরকারের স্বাস্থ্যখাতের এ উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD