শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে আবারও আলোচনায় এসেছেন ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের এবং দৈনিক কালবেলার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসি সংবাদ সংগ্রহ করতে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে গেলে শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের তথ্য না দিয়ে তাদের সাথে অশুভন আচরণ করেন । এক পর্যায়ে তিনি এম এ কাদের ও মুজাহিদ মসিকে অপমানজনক কথা বলে অফিস থেকে বের করে দেন। এ সময় কিছু দৃশ্য সাংবাদিকরা গোপন ক্যামেরায় ধারণ করেন ।
এর আগে এসএসসি পরীক্ষা কেন্দ্রের অর্থ আত্মসাৎ, নকল বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকর্তা ছিলেন সিরাজুল ইসলাম । এবার টার্গেট সাংবাদিকরা।
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি এম এ কাদের বলেন, একমাত্র দুর্নীতি গ্রস্ত কর্মকর্তারাই সাংবাদিক দেখলে সমস্যা হয় । উপজেলা শিক্ষা কর্মকর্তার এমন আচরণ দুঃখজনক ।
দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মুজাহিদ বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার এমন ব্যবহার দুঃখজনক । তিনি সাংবাদিকদের তথ্য না দিয়ে অপমানজনক কথা বলে অফিস থেকে বের করে দেন । এই কর্মকর্তা সাংবাদিকদের মানুষই মনে করেন না। এই প্রতিনিধি আরও জানান, শিক্ষা কর্মকর্তা বলেছেন সাংবাদিকতায় যারা আসে তারা তার কাছে তুচ্ছ ।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শিক্ষা অফিসের এই দায়িত্বশীল পদে থেকে বারবার এমন আচরণ ও দুর্নীতির অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে পুরো শিক্ষা বিভাগে নেতিবাচক প্রভাব পড়ছে।