স্টাফ রিপোর্টার: ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টিকারী একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত নবীনগরসহ একাধিক এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের চলমান তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার রাতে নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে সন্দেহভাজন দু’জন ছিনতাইকারীকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা এই চক্রের আরও সদস্যের নাম-ঠিকানা ও কর্মস্থল ফাঁস করে দেয়।
ওই তথ্যের ভিত্তিতে, পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরু করে। বুধবার সকালে কুরগাঁও, গোকুলনগর এবং পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আরও ছয়জনকে আটক করা সম্ভব হয়। এই আটজনের পুরো দলটিই মহাসড়কে পথচারী ও যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়ার কাজে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আটজন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।তারা হলেন: মো. সজিব (২০), পটুয়াখালী।মো. সিয়াম (২১), রংপুর।মো. রনি মিয়া (২৪), টাঙ্গাইল।মো. মুন্না বাদল (২২), টাঙ্গাইল।আব্দুল্লাহ শিমুল (২০), আশুলিয়া।মো. মাওলা মোল্লা (৪১),গোপালগঞ্জ।মো. রিপন বাউরী (২০), মৌলভীবাজার।মো. মোস্তাকিন শেখ (২০), নড়াইল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এই আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর। আটককৃত এই আটজনই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”