ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঝিকরগাছায় বিএনপির দু ‘গ্রুপের সংঘর্ষ এক কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁতে আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
পাঁচবিবিতে ছাত্রনেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪
নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
ডাটাবেইজ বিশ্লেষণ করে ছিনতাই চক্র শনাক্ত করা হচ্ছে: যুগ্ম কমিশনার
নওগাঁয় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেফতার সাত
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি,অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭ ডাকাত
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ড করলেই ব্যবস্থা:রেজাউল মল্লিক
আত্রাইয়ের পতিসরে কবিগুরুর কাচারী বাড়িতে শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব
ঝালকাঠিতে ‘অপারেশন ডেবিল হান্ট’: আ’লীগের ৪ নেতা গ্রেফতার
রাজাপুরে গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে আত্মগোপনে এনজিও মালিকরা: প্রতিবাদে মানববন্ধন

ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না: বিপ্লব কুমার

ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ‘অবরোধ করার যেমন অধিকার রয়েছে, অবরোধ না করারও অধিকার রয়েছে। কাজেই ঢাকাবাসী কেউ যদি অবরোধ না করে, তাকে অবরোধ পালন করতে বাধ্য করা যাবে না। যদি কেউ বাধ্য করতে আসে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।’

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ডিএমপিতে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি

বিপ্লব কুমার বলেন, ‘রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। তবে অবরোধকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে। আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকাবাসী নিরাপদে ও স্বাচ্ছন্দে চলাফেরা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অবরোধের নামে কেউ বাসে আগুন ধরিয়ে দিলে, যাত্রীবেশে কোনো বাসে উঠে পেছনে বসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাস থেকে নেমে যাওয়া সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। গত তিনদিন ধরে যেই অবরোধ দেখলাম সেটিতে অনেকগুলো গাড়িকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। দেশের অর্থনীতির ক্ষতি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নাগরিক সমাজের দায়িত্ব রয়েছে, পুলিশেরও দায়িত্ব রয়েছে। পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। আমরা নাগরিকদের আহ্বান জানাই, নাশকতাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। কারণ নাশকতাকারীরা দেশের শত্রু।’

বিপ্লব কুমার আরও বলেন, ‘সব নাগরিকের নাগরিক দায়িত্ব রয়েছে। কারণ দেশ সবার আগে। কাজেই আগামীকাল ও পরশু যেই অবরোধ কর্মসূচি সেটিকে কেউ যেন নাশকতায় রূপান্তর করতে না পারে। কেউ যেন ঢাকাবাসীর স্বাভাবিক চলাচল রুদ্ধ করতে না পারে, নাগরিক জীবনকে দুর্বিষহ করতে না পারে। আগুনে পুড়িয়ে কেউ যেন কাউকে হত্যা করতে না পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। নগরবাসীকে আহ্বান জানাবো আপনারাও নাশকতাকারীকে পুলিশে ধরিয়ে দেন।’

ডিআই/এসকে

শেয়ার করুনঃ